ইসলামিক পণ্ডিতকে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে গতকাল ডলুগাঙ্গে অর্ধশতাধিক মানুষের উপস্থিতিতে অভিযুক্ত যুবকটির মাথার চুল কেটে গলায় জুতোর পরিয়ে কান ধরে উঠবস করানো হয়। শুধু তাই নয় তথাকথিত ২/৩ মৌলানা বক্তব্য রাখছেন,তার শাস্তির কথা ঘোষণা করছেন। এতে একাংশ যুবক মোবাইলে এই দৃশ্য বন্দী করে সামাজিক মাধ্যমে ছেড়ে দিতেই তীব্র চাঞ্চল্য দেখা দেয়। এধরনের ঘটনার পিছনে থাকা দোষীদের আইনত ব্যবস্থার দাবি জানায়। সোমবার এনিয়ে যুবকটির পরিবারের তরফে থানায় এজাহার দেওয়া হয়