বড়ঞা ব্লকের কান্দি মাস্টার প্ল্যান সংস্কারের দাবিতে ডেপুটেশনকে সফল করতে পথসভা করল কংগ্রেস নেতৃত্ব। সোমবার কুলিতে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি আজাদ মল্লিক, ভিশ্বদেব ঘোষ, মহিলা সভা নেত্রী পারুল বিবি সহ একাধিক কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা।জানা গিয়েছে, কান্দি মাস্টার প্ল্যান বর্তমানে ভগ্নদশাই পরিণত হয়েছে। তাই অবৈধভাবে বালিঘাট ও BLRO অফিসে মাফিয়ারাজ সহ একাধিক দাবিতে ১৮ই আগষ্ট কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন ও প্রতিবাদকে সফল করতে আজ পথসভা।