শারদ উৎসবকে কেন্দ্র করে সর্বত্রই যখন সাজসাজো রব। তখন সবকিছু হারিয়ে গ্রামের কোলাহল যেন গঙ্গা গিলে খেয়েছে শ্রীকান্তটোলার। পরিবারগুলোর চরম অসহায় অবস্থায়। আর এই দুরবস্থায় থাকা পরিবার গুলির সন্তানদের মুখে হাসি ফোটাতে স্বপন চক্রবর্তী ও তার পরিবার বন্ধুবান্ধব এগিয়ে আসলো। এক সময় এই গ্রামের এই বাসিন্দা ছিলেন স্বপন চক্রবর্তী নামে ঐ ব্যক্তি। তবে ফেলে যাওয়া গ্রামের দুরবস্থার কথা জানতে পেরে অসহায় পরিবারের সন্তানদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন।সকলেরই চোখে জল।