বৃদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার হল আউশগ্রামের দীঘা গ্রামে। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বুধবার আনুমানিক দুপুর আড়াইটা নাগাদ বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ জানিয়েছে, দীঘা গ্রামের বাসিন্দা মৃত বৃদ্ধার নাম উর্মিলা সিং(৭৫)। এদিন বাড়িতেই তার ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। তারপর তাকে উদ্ধার করে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে চিকিৎসক উর্মিলাদেবীকে মৃত বলে ঘোষণা করেন।