দুবরাজপুর ব্লকের লোবা অঞ্চলের পলাশডাঙ্গা গ্রামের তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ক্ষেত্র মন্ডলের বাবা ছকরি রুজ ও জোফলাই গ্রামের চঞ্চল আঁকুড়ের মা অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করা হয়েছে। রবিবার বিকাল ৫টা নাগাদ তাঁদের বাড়িতে উপস্থিত হয়ে সমবেদনা জানান লোবা অঞ্চল সভাপতি পিনাকী চক্রবর্তী এবং মৃতদের আত্মার শান্তি কামনা করেন।