শিক্ষক দিবস উপলক্ষে সাগর বিধানসভার অন্তর্গত গোবিন্দপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিলের মেনুতে ছিল লোভনীয় সব খাবার। এ যেন কোনো বিয়ে বাড়ির মেনু ভাত ডাল ,আলু ভাজা ,মাছ ও মাংস মিষ্টি আইসক্রিমের মতন সব লোভনীয় খাবার ছিল মিড ডে মিলের মেনুতে,এমনই রাজা প্রিয় খাবারের আয়োজন করেছে স্কুলের শিক্ষক শিক্ষিকারা।।