ফের বন্ধ হলদিবাড়ি থেকে নিউ জলপাইগুড়ি ও শিলিগুড়ি জংশন গামি DMU রেল পরিষেবা। রেলের তরফে বিজ্ঞপ্তি জাড়ি করে জানানো হয় যে, শিনিবার রাতে ও রবিবার সকালের 75721 ও 757228 DMU প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। অর্থাৎ, শনিবার বিকেলে জংশন থেকে ছেড়ে যে ট্রেনটি রাতে হলদিবাড়ি রেল স্টেশনে এসে পৌঁছায় এবং রবিবার সকালে যে ট্রেনটি হলদিবাড়ি রেল স্টেশন থেকে শিলিগুড়ি জংশনে পৌঁছায় সেই দুটি ট্রেন বন্ধ থাকবে। বিজ্ঞপ্তি অনুযায়ী শনিবার রাতে এলো না DMU প্যাসেঞ্জার ট্রেনটি।