শ্রমিকদের সংগঠিত করার আহ্বান জানিয়ে সংগঠিত হলো CITU-এর পঞ্চম শান্তিরবাজার মহকুমা সম্মেলন।২৪ শে আগষ্ট বিকাল তিন ঘটিকায় শান্তিরবাজারে পতাকা উত্তোলন, শহীদ বেদীতে মাল্যদানের মাধ্যমে শুরু হয় সম্মেলন। উক্ত সন্মেলন থেকে সম্পাদক নির্বাচিত হলেন কমল সরকার এবং সভাপতি নির্বাচিত হলেন দেবব্রত দত্ত