জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের দোমহনী ২ নং গ্রাম পঞ্চায়েতের পাইটকা খোঁচা এলাকায় মৃত ব্যক্তির নাম গনেশ রায় তিনি পেশায় একজন কৃষক, এদিন তিনি নিজের পুকুরে বাড়ির গরুর ঘাস পরিষ্কার করতে গিয়েছিল । অসাবধানবশত কোন কারনে পা পিছলে পড়ে যায় পুকরে। বহুক্ষণ বাদে গণেশ রায় কে বাড়ির লোক দেখতে না পাওয়ায়,পরিবারের সদস্যরা আশেপাশে বিভিন্ন জায়গায় খোঁজ করতে শুরু করে, পরবর্তীতে তার খোঁজ না পাওয়ায় পাশের পুকুরে খোঁজ করতে গেলে,