তপন ব্লকের দীপখন্ডা গ্রাম পঞ্চায়েতের সাকইর গ্রামে সরকারি দুটি আকাশমনি গাছ চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার রাস্তার ধারে থাকা গাছ দুটি কেটে নিয়ে যায় একদল কাঠুরি। অভিযোগ, হঠাৎই গাছ কাটা দেখে স্থানীয়রা জিজ্ঞাসা করে। তখন কাঠুরিরা জানায়, গ্রাম পঞ্চায়েত প্রধানের নির্দেশে তারা কাজ করছে। এতে সন্দেহ হলে গ্রামবাসীরা বাধা দেন। কিছুক্ষণ বন্ধ থাকলেও পরে ফের গাছ কেটে ফেলা হয় এবং দ্রুত কিছু কাঠ সরিয়েও নেওয়া হয়। বিকেলে বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে প