বকেয়া দুমাসের বেতন ও বন্ধ থাকা জেলার ৪ টি রাজবংশী ভাষার প্রাথমিক স্কুল চালুর দাবিতে বালুরঘাটে ডিএম অফিসের সামনে অবস্থান বিক্ষোভ স্কুলের শিক্ষক, তাদের পরিবার ও দি গ্রেটার কোচবিহার পিপলস্ অ্যাসোসিয়েশনের। মঙ্গলবার বিকেল প্রায় তিনটে থেকে শুরু হয় অবস্থা কর্মসূচি। যা এদিন রাত সাড়ে আটটা পর্যন্তও চলছে চলছেই। মাঝে প্রশাসনিক আধিকারিক ও পুলিশ তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে অবস্থান তোলার কথা বলা হলেও তাদের সাফ দাবি আশ্বাস নয় ৪৩ জন শিক্ষক শিক্ষিকারা।