ভাঙ্গড়ের বিধায়ক তথা আই এস এফ দলের প্রধান নওশাদ সিদ্দিকীর গ্ৰেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল চারটে থেকে হাড়োয়া ব্লকের গোয়ালপোতা মোড় থেকে ধনপোতা বাজার পর্যন্ত প্রতিবাদ মিছিল। প্রতিবাদ মিছিল আয়োজন করা হয় হাড়োয়া ব্লক ২ আই এস এফ দলের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন আই এস এফ দলের হাড়োয়া ব্লক ২ ও বিভিন্ন অঞ্চল নেতৃত্ব।