ময়নার বৃহস্পতিবারের বাজারে কমিউনিস্ট দলের স্মরণ সভার আয়োজন করা হয় |১৯৫৯ সালের খাদ্য আন্দোলনের শহীদদের এবং ১৯৯০সালে মূল্যবৃদ্ধি ভাড়া বৃদ্ধি প্রতিরোধে আন্দোলনের সহিত কমরেড মাথায় হালদারের স্মরণে সভার আয়োজন সাথে সাথে এসআইআরের নামেএনআরসি চালু করার পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ সপ্তাহ পালন করার কর্মসূচি গ্রহণ করা হয় |