তেহট্ট দুই নম্বর ব্লকের চারটি সেরা পুজো কমিটির হাতে তুলে দেওয়া হলো পুরস্কার। বৃহস্পতিবার বিজয় দশমীর বিকেল থেকেই পলাশীপাড়ার বিভিন্ন এলাকার পুজো কমিটি পলাশীপাড়ার জলঙ্গি নদীতে প্রতিমা নিরঞ্জন করে, তবে এ বছর প্রশাসনের নির্দেশে কোনরকম দুর্ঘটনা এড়াতে নৌকো বাইচ নিষিদ্ধ করা হয়। সন্ধ্যা থেকে উৎসাহী জনতার ভিড় দেখা যায় জলঙ্গী নদীর তীরে। সন্ধ্যা থেকে বার হয় বন্যার্ধ শোভাযাত্রা,রাত পর্যন্ত চলে বিসর্জন। বৃহস্পতিবার আনুমানিক রাত দশটা নাগদ সেই ছবি উঠে এলো।