কালচিনি ব্লক জুড়ে পালিত হল স্বাধীনতা সেনানি মেজর দুর্গা মল্ল’র জন্মজয়ন্তী। সোমবার কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ দুর্গা মল্ল চৌকে বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালন করা হয়।যেখানে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট জাজ বিভূতি খেসং সহ একাধিক পুলিশ আধিকারিক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।এদিন এই সভার মঞ্চ থেকে মেজর দুর্গা মল্ল’র জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি জানান গোর্খা সম্প্রদায়ের মানুষেরা।