This browser does not support the video element.
হিলি: মেয়ের বাড়ি উপহার দিতে আসার পথে লরির ধাক্কায় এক পা খোয়ালেন হিলির প্রৌঢ়, ঘটনায় তার স্ত্রীও
Hilli, Dakshin Dinajpur | Sep 28, 2025
পুজোর উপহার মেয়ের বাড়িতে আনার পথে পেছন থেকে লরির ধাক্কায় পা খোয়ালেন এক হিলির এক প্রৌঢ়৷ লরির ধাক্কা দেওয়ার পর প্রায় ১০০ মিটার রাস্তা দুই স্কুটি আরোহী ও স্কুটিকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। পথ দুর্ঘটনায় স্কুটি আরোহীর স্ত্রীও গুরুতর জখম হয়েছেন। বর্তমানে স্বামী, স্ত্রী দুজনেই বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি। রবিবার দুপুরে পথ দুর্ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের তুলসীপুর মোড় এলাকায়। এদিকে পথ দুর্ঘটনার পরই পলাতক লরির চালক। তদন্তে পুলিশ।