স্কুল থেকে অপহরণ নাবালিকা ছাত্রী। এরপর উদ্ধার করে পুলিশ। বর্তমানে তার ঠাঁই হয়েছে হোমে। নাবালিকার, পরিবারের পক্ষ থেকে অপহরণের অভিযোগ দায়ের। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। অভিযোগ প্রত্যাহার করার জন্য লাগাতার হুমকি দিচ্ছে অভিযুক্তরা। পুলিশ সুপার ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ আতঙ্কিত নাবালিকার পরিবার। মালদা থানা এলাকার ঘটনা।