হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সামসেরগঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার সামসেরগঞ্জ থানা প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে ৩০ জনের হাতে তাদের হারানো মোবাইল উদ্ধার করে বিতরণ করা হয় পুলিশের পক্ষ থেকে। এসময় উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যজিত বড়ুয়া, সামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ সহ অন্যান্য পুলিশের আধিকারিকরা।