গঙ্গার তীব্র দাপট এবছর দেখেছে মুলিরামটোলা গ্রাম। গ্রামের এক প্রান্ত গঙ্গা গিলে খেয়েছে। বহু পরিবার বাড়িঘর ভেঙে এলাকা ছেড়েছে।তবে অনেক পরিবার নিজেদের বাড়ি-ঘোড়া গঙ্গা গর্ভে হারিয়ে যাওয়ার কারণে ত্রিপলের নিচে দিন কাটাচ্ছেন। জলস্তর কমলেও যেকোনো সময় বিপদ আসতে পারে এবং আবারও ভাঙ্গন প্লাবন হতে পারে সেই আশঙ্কা করছেন নদীর তীরবর্তী বাসিন্দারা। যদিও গ্রামবাসীরা চাইছেন ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সহযোগিতা।পুনর্বাসন ব্যবস্থা করা হোক। বহু পরিবার অসহায় অবস্থায় ।