কালচিনি ব্লকের পোরো এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে সোমবার ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা আহত চারজন। একটি ট্রাকের চালক গাড়ির ভেতরে আটকে ছিল দীর্ঘ ক্ষণের প্রচেষ্টায় তাকে উদ্ধার করা হয়। এই ঘটনা জাতীয় সড়কে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। সোমবার বিকেল পাঁচটা নাগাদ এলাকার বাসিন্দারা জানান এদিন দুটি মাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় দুটি গাড়ির সামনে অংশ দুমড়ে মুচড়ে যায় আর এতে দুটি গাড়িতে থাকা চারজন আহত হয়।