নবনির্বাচিত INTTUCজেলা সভাপতি সহ নবনির্বাচিত নেতৃত্বদের সংবর্ধিত করা হলো তৃণমূলের পক্ষ থেকে। এদিন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় কোচবিহার 2নং ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কোচবিহার বানেশ্বর টুরিস্ট লজে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক শুভঙ্কর দে,সহ অন্যান্য নেতৃত্বরা।এদিন নবনির্বাচিত INTTUCজেলা সভাপতি রাজেন্দ্র কুমার বৈধ সহ ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী শিক্ষা দাস ও অন্যান্য নব নির্বাচিত ব্লক নেতৃত্বদের সংবর্ধিত করা হয়।