পূর্ব মেদিনীপুরের খারুটু গ্রাম পঞ্চায়েতের পিটুলসহ গ্রামে মৃতদেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল ছড়াল এলাকায় মৃতদেহ একাধিক জায়গা আমাদের চিহ্ন রয়েছে পুলিশ খবর পেয়ে সে মৃতদেহ উদ্ধার করে ময়ন তদন্তের জন্য তমলুক হসপিটালে পাঠিয়েছে মৃত ব্যক্তির নাম শেখ শফিকুল।বয়স ২১ বছর বাড়ির ডুমরা গ্রামে |শফিকুল ভোরে তিন বন্ধুকে নিয়ে স্থানীয় ইটভাটা থেকে মেশিন ভ্যানে ইট নিয়ে যাওয়ার সময় গাড়ি থেকে পড়ে যায় বন্ধুরা শফিকুলকে নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন