আদালতের নির্দেশের পরেও এখনো শুরু হয় নি ১০০ দিনের কাজ।তাই দ্রুত ১০০ দিনের কাজ চালুর দাবি সহ এক গুচ্ছ দাবিকে সামনে রেখে শুক্রবার বিকালে কাঁকসা গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দিলেন বাম কর্মীরা।এদিন এই কর্মসূচিতে বিভিন্ন বাম সংগঠনের জেলা ও ব্লকের নেতৃত্বরা উপস্থিত ছিলেন।এদিন বামেদের ডেপুটেশন উপলক্ষ্যে কাঁকসা পঞ্চায়েতের সামনে একটি সভা অনুষ্ঠিত হয় বামেদের।সভা শেষ হয় বিকাল ৫টা নাগাদ।এদিন এই সভা থেকে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বাম কর্মী সমর্থকরা।