শুক্রবার গভীর রাতে ১০ ওয়ার্ডের তিলিপাড়া এলাকায় সত্যেন সাহা নামক এক ব্যক্তির খাবারের দোকান সহ বন্ধ থাকাএকাধিক দোকানে অবাধে ভাঙচুর চালানোর পাশাপাশি ওই এলাকায় থাকা পৌরসভার একাধিক পানীয় জলের কল ভাঙচুর চালায় দুষ্কৃতীরা,অপরদিকে শহরের ব্যস্ততম মা পোড়ামা মন্দির সংলগ্ন পোড়ামাতলা মোড়ে একটি ইমিটেশন গহনার দোকানে চুরির চেষ্টা চালায় দুষ্কৃতীরা,দুটি ঘটনাতেই শনিবার দুপুরে আলাদাভাবে দুই দোকান মালিক লিখিত অভিযোগ দায়ের করেছেন,ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।