দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত আমতলীতে, আমতলী GP এলাকার উন্নয়ন নিয়ে সমস্ত পঞ্চায়েত সদস্যদের নিয়ে বৈঠক করলেন আমতলী GPর প্রধান অঞ্জলী সরদার ও উপ প্রধান রঞ্জন মন্ডল বুধবার বিকালে।মূলত এই গ্রাম পঞ্চায়েত এলাকার কোথায় কি সমস্যা রয়েছে, কি ভাবে সেই সমস্যার সমাধান করা হবে সেই বিষয় নিয়ে এদিনের বৈঠক থেকে আলোচনা করা হয়।