:আমার রেশম, আমার অহংকার' প্রযুক্তি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হলো নলহাটি ১ব্লক কৃষি আধিকারিকের দপ্তরে। আজ বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ নলহাটি ১ ব্লকের কৃষি আধিকারিক দপ্তরের সভাকক্ষে আয়োজন করা হয়েছিল আমার রেশম,আমার অহংকার' প্রযুক্তি প্রশিক্ষণ নিয়ে একটি সচেতনামূলক কর্মসূচির।আজ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের বস্ত্র মন্ত্রকের অধীন কেন্দ্রীয় রেশম বোর্ডের মুর্শিদাবাদ বহরমপুর থেকে আগত ডাইরেক্টর এস গান্ধী, নলহাটি দপ্তরের আধিকারিক সন্দীপ হাজরা।