কবিগুরুর প্রতিকৃতি পোড়ানোর ঘটনায় যুক্ত তৃণমূল ছাত্র নেতার গ্রেপ্তারের পরের দিনই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল নামলো বামেদের ছাত্র ও যুব সংগঠন। বুধবার বিকেলে মালদার চাঁচল শহরে বামেদের দলীয় কার্যালয় থেকে একটি বিশেষ বের হয় যা মিছিলটি গোটা শহর পরিক্রমা করে চাচল তরলতলা মোড়ে এসে সকলে জড়ো হয়। এরপর সেখানে কবিগুরুর প্রতিকৃতিতে অগ্নিসংযোগের ঘটনায় তুমুল বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেন বামদের ছাত্র ও যুব সংগঠন।