পুলিশের কড়া নিরাপত্তায় করা হলো বরাকরে গনেশ পুজোর বিসর্জনে দিন কয়েক আগে আসানসোল পৌর নিগমের ৬৬নং ওয়ার্ডের কাউন্সিল তথা বারাকর বোলতড়িয়া গনেশ পুজো মেলা কমিটির অন্যতম সদস্য অশোক পাসোয়ানের বিরুদ্ধে মেলা কমিটির আরেক গোষ্ঠী অভিযোগ করে টাকা তছরূপের অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেন কাউন্সিলর অশোক পাসোয়ান। অশোক পাসোয়ান পাল্টা আরেক গোষ্ঠীর উপর অভিযোগ করে কুলটি থানাতে অভিযোগ করেন। অর্থাৎ এই মেলায় ২ গোষ্ঠী। আজ মেলার ১০ পর গনেশ বিসর্জনের উপলক্ষে দেখা মিললো আসানসোল দুর্