নবী দিবসের পবিত্র মাহাত্ম্যে ভরে উঠল দুর্গাপুর বাজার এলাকা। সকাল থেকেই পরিবেশ ছিল উৎসবমুখর। সগড়ভাঙা মুসলিম পাড়া থেকে শুরু হয় এক বর্ণাঢ্য মিছিল, যা দুর্গাপুর বাজার এলাকা পর্যন্ত পৌঁছে যায়। শুক্রবার সকাল ১১:৩০ টায় মিছিলে ছিল মানুষের ঢল পুরুষ, মহিলা, শিশু, বৃদ্ধ সকলে একসাথে পা মেলালেন ধর্মীয় শ্রদ্ধা আর ভক্তির আবহে। ঢাক-ঢোল, ধর্মীয় সংগীত আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। শুধু সগড়ভাঙা নয়, আশেপাশের গ্রাম থেকেও বহু মানুষ এসে যোগ দিলেন এই মহা-সমাবেশে