নিয়ামতপুর গুলি কাণ্ডে গ্রেপ্তার মৃতের কাকার ছেলে ভাই, ৫দিনের পুলিশ হেপাজতের নির্দেশ আদালতের ঘটনার সম্বন্ধে জানিয়ে দেওয়া হচ্ছে গতকাল রাত্রে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি অন্তর্গত নিয়ামতপুরের রহমান পাড়ায় গতকাল রাত্রে এক শুট আউটের ঘটনা ঘটে। এই ঘটনায় রহমান পাড়ার বাসিন্দা জাবেদ বারি মারা যায়। পুরো ঘটনার রেকর্ড হয়ে যায় cctv ফুটেজে। সে ফুটেজ এবং মৃতের স্ত্রী অভিযোগের ভিত্তিতে গতকাল গভীর রাত্রে নিয়ামতপুর থেকে গ্রেপ্তার করা হয় ম