প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির জন্মদিনের দিন থেকে সেবা পক্ষকাল চলছে বিজেপির। আর এই সেবা পক্ষকালে বিভিন্ন রকমের সেবামূলক কাজ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। সেই মোতাবেক শুক্রবার সকালে কোচবিহার সাগরদিঘি চত্বরে স্বচ্ছতা অভিযান চালানো হলো বিজেপির পক্ষ থেকে। এদিন পুরো সবার চত্বরে থাকা বিগ চিলা রায়ের মূর্তি পরিষ্কার সহ সাগরদিঘী চত্বরে স্বচ্ছতা অভিযান চালানো হয়। উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে সহ অন্যান্য নেতৃত্বরা। বিজেপি বিধায়ক কি জানিয়েছেন শুনে নেব