প্রয়াত আদিবাসী সম্প্রদায়ের শিক্ষক ৺সুবল সরেনের স্মরণে চোখ মিছিল ও স্মরণসভা খড়্গপুরে। তাঁকে স্মরণে রেখে আজ রবিবার মোহনপুর বাজারে ভারত জাকাত মাঝি পারগানা মহল – খড়গপুর তল্লাট মহলের উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। এদিন বিকেলে প্রথমে মিছিল এবং পরে সন্ধ্যা প্রায় সাড়ে আটটা নাগাদ স্মরণসভা আয়োজিত হয়। সেখানে তাঁর স্মৃতিচারণা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহযোগিতাও করা হয়।