সমাজমাধ্যমে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দেওয়ার অভিযোগে হরিয়ানা থেকে গ্রেপ্তার ডোমকলের এক যুবক। বৃহস্পতিবার তাকে বহরমপুর এসিজেএম আদালতে হাজির করানো হলে বিচারক সুক্তি সরকার সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বলে সরকারি আইনজীবী নীলাব্জ দত্ত জানান।