লটারিতে জিতে কোটিপতি হলেন আটপুকুরি বাজারের ক্ষুদ্র সব্জি বিক্রেতার ছেলে,খুশি এলাকাবাসীও। জানা গেছে মাথাভাঙ্গা ২নং ব্লকের আটপুকুরি বাজারের সব্জী বিক্রেতার ছেলে মিন্টু দাস মাঝে মধ্যেই শখের লটারি কাটেন। সেই মোতাবেক গতকালও স্থানীয় আটপুকুরি বাজার থেকে গতকাল কয়েকটি লটারি কাটেন। রবিবার বেলা 1 টা নাগাদ সেই লটারিতে ১ কোটি টাকা জেতার খবর পেয়েই খুশি হয়ে ওঠে মিন্টু দাস সহ তার পরিবার।১কোটি টাকা লটারিতে পেয়েছে মিন্টু দাস মূহুর্তেই সেই খবর ছড়িয়ে পড়ে।