এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ানো রতুয়া থানার কাহালার প্রতাপনগর এলাকায়।কালিন্দ্রী নদীর পাড়ে ওই ব্যক্তির দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা এর পরে খবর পেয়ে রতুয়া থানার পুলিশ দেহ উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেশ কিছু মানুষ নদীর উপর এলাকায় আসলে দুর্গন্ধ পায় এবং দেখেন এক ব্যক্তির দেহ রয়েছে। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় রতুয়া থানার পুলিশ। যদিও অজ্ঞাত পরিচয় দেহ।