ঘটনাটি মঙ্গলবার শেষ বিকেলে মারুগঞ্জ গ্রাম পঞ্চায়েতের আয়রনি চিথলিয়া এলাকার ঘটনা। ঘটনায় গুরুতর জখম গৃহবধুর নাম নেহা বর্মন। ঘটনার পর অভিযোগের ভিত্তিতে গৃহবধূর স্বামী সুধাংশু বর্মন এবং শাশুড়ি শ্রীমতি বর্মনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর শ্বশুর সুভাষ বর্মন পলাতক। জানা গেছে প্রতিদিন শাশুড়ি এবং বৌমার মধ্যে বিবাদ বাদে। গতকাল বিবাদ যখন চরমে ওঠে সেই সময় সুধাংশু বর্মন ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রীকে গলায় ও শরীরের বিভিন্ন জায়গায় এলো পাথারি কোপ মারে।