খানাকুলের রাধানগর এলাকার মানসিক অবষাদের জেরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যাক্তির।এদিন সন্ধ্যায় পরিবারে লোকজন গুরুতর অসুস্থ অবস্থায়ঐ ব্যাক্তিকে চিকিৎসার জন্য নিয়ে যায় খানাকুল গ্রামীণ হাসপাতালে। অবস্থার অবনতিতে ওই ব্যক্তিকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে জানা গেছে। মানসিক অবসাদের জেরে বিষ খেয়ে আত্মহত্যা চেষ্টাকরেন ওই ব্যক্তি বলে পরিবারের লোকজনের প্রাথমিক অনুমান।