ছাত্র সংসদ নির্বাচন, নারী সুরক্ষা, দূর্নীতি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সহ একাধিক দাবিকে সামনে রেখে আগামীকাল ১০ই সেপ্টেম্বর ঝাড়গ্রামের SDO অফিস অভিযান অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। আগামীকাল ১০ই সেপ্টেম্বরের দলীয় কর্মসূচি সফল করতে মঙ্গলবার রাত্রে ঝাড়গ্রাম শহরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যদের নিয়ে চলছে শেষ প্রস্তুতির কাজ।উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সংযোজক বাপি দাস,জেলা প্রমুখ সৌমেন পাল সহ অন্যান্যরা।