হবিবপুরে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। দেওরের হাতে খু*ন হলেন বৌদি। 'সোমবার সাত সকালে ঘটনাটি ঘটেছে হবিবপুর থানার মঙ্গলপুরা অঞ্চলের পিড়াল গাড়িয়া গ্রামে। জানা গেছে, মৃত মহিলার নাম সুনিতা মুর্মু। বয়স ২৪ বছর। মৃত মহিলা স্বামীর অভিযোগ, তিনি সকালে ঘুম থেকে উঠেই জমিতে কাজ করতে চলে যান। কিছুক্ষণ পর শুনতে পান তার বাড়িতে কিছু একটা ঘটনা ঘটেছে। এই খবর পেয়েই তিনি তড়িঘড়ি ছুটে বাড়ি যান। বাড়িতে গিয়ে দেখতে পান বাড়ির পাশে পুকুর পাড়ে তার স্ত্রী গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।