গতকাল জামুরিয়ার বেলডাঙা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। অভিযোগ ওঠে যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধ্যাহ্নভোজের জন্য পচা মাংস রান্না করছিলেন। এ নিয়ে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয় এবং প্রতিবাদের জেরে শিশুদের পরীক্ষা বাতিল করতে হয়। বৃহস্পতিবার দুপুর ৩ টের সময় এসআইটি-র নেতৃত্বে এক বিশেষ দল বিদ্যালয়ে পরিদর্শনে যায়। তবে প্রধান শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না।