সোমবার বিকেলে বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে শিক্ষক রাজেশ শুর চৌধুরী অফিসটিলা বাড়ি উদ্দেশ্যে আসার পথে হসপিটাল সংলগ্ন জাতীয় সড়কে দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্তহন শিক্ষক রাজেশ শুর চৌধুরী। পরবর্তী সময়ে অভিযুক্তদের কঠোর শাস্তি দাবিতে থানায় দ্বারস্থ হন রাজ্য শিল্প উন্নয়ন দপ্তরের চেয়ারম্যান নবাদল বণিক সহ শিক্ষকরা।