Barasat 2, North Twenty Four Parganas | Aug 27, 2025
আমাদের পাড়া আমাদের সমাধান শিবির ও দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হলো বারাসত দু নম্বর ব্লকের দাদপুর গ্রাম পঞ্চায়েতের গোলাবাড়ি পল্লী মঙ্গল স্কুলে। বুধবার সকাল ন'টা থেকে বিকেল তিনটে পর্যন্ত চলে শিবির। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে 16 টা স্কিমে সাধারণ মানুষ তাদের সমস্যার কথা জানিয়েছেন। যে সমস্যাগুলো আগে সমাধান করা দরকার আলোচনা করে সেই সব সমস্যাগুলো আগে সমাধান করা হবে। যে সমস্যাগুলো সমাধান এখনো হবে না তা পরবর্তীকালে সমাধান করা হবে বলে আধিকারিকরা জানিয়েছে