আসন্ন শারদোৎসবকে সফলভাবে সম্পর্ন করতে সাব্রুম নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে এক সভা অনুষ্ঠিত হয়।৪ ঠা সেপ্টেম্বর বেলা ২ ঘটিকায় সাব্রুম নগর পঞ্চায়েতের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। আসন্ন শারদোৎসবে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত শান্তিপূর্ন ভাবে শেষ করতে এই সভা।এছাড়া সাব্রুম মেলার মাঠে ঐতিহ্যবাহী বিজয়া দশমী অনুষ্ঠান নিয়েও আলোচনা করা হয়। এই আলোচনা সভায় সাব্রুম নগর পঞ্চায়েতের এলাকায় বিভিন্ন সংস্থা,কালীবাড়ী পুজা কমিটির সদস্,সদস্যা গন উপস্থিত ছিলেন।