পূর্ব মেদিনীপুর বিরুলিয়ায় গত কাল তৃণমূলের প্রতিবাদ সভায় বক্তব্যের শেষে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি মহাদেব বাগ যুব নেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ বেলায় নন্দীগ্রাম জুড়ে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে। যদিও পরবর্তীতে মহাদেব বাবু ভুল স্বীকার করেন। কিন্তু এই নিয়ে BJP তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি প্রলয় পাল কটাক্ষ করে বলেন তৃণমূল নেতারা শুভেন্দুর নুন খেয়েছেন তাই গুন গাইছেন। অপর দিকে CPIM নেতা পরিতোষ পট্টনায়ক BJP তৃণমূলের সেটিং বলে কটাক্ষ করে বলেন তৃণমূল BJP দুটি