বিশ্ব রেকর্ড বুকে স্থান দখল করে নিয়েছে পূর্ব চেবরী অয়ন । মেধা এবং একাগ্রতা থাকলে যেকোনো প্রতিবন্ধকতাকে জয় করা যায় এমনই একটি চিত্র উঠে আসলো আমাদের কাছে। খোয়াই মহকুমা অন্তর্গত পূর্ব চেবরী তাঁতি পাড়া এলাকার বাসিন্দা তথা শিক্ষক প্রানোজিত দেবনাথ মাতা তনুশ্রী দেবনাথের এর পাঁচ বছর আট মাসের খুদে ছেলে অয়ন দেবনাথ আন্তর্জাতিক রেকর্ড বুকে নিজের জায়গা দখল করে ।