পুলিশ দিবস উপলক্ষে রাজ্য জুড়েই নানা কর্মসূচি নিয়েছিলো রাজ্য পুলিশ। সেই মতো সোমবার সকালে নানুর থানা এলাকার বাসাপাড়া পুলিশ ক্যাম্পেও পুলিশ দিবস উপলক্ষে আয়োজিত হলো বিশেষ অনুষ্ঠানের। সেখানে সংশ্লিষ্ট এলাকার স্কুল পড়ুয়া ও কচিকাঁচা দের নিয়ে "পুলিশ কি? পুলিশ কি কাজ" এগুলি আলোচনা করার পর তাঁদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন ওই ক্যাম্পের ইনচার্জ চিরঞ্জিত পাল, এ.এস.আই গোলক ঘোষ সহ অন্যান্য পুলিশ আধিকারিক।