অরুণোদয় প্রকল্প গরিব দুঃখীদের জন্য উপকার হয়েছে,দাবি রামকৃষ্ণনগরের একাংশ মহিলাদের। বুধবার রামকৃষ্ণনগরের একাংশ মহিলারা জানান,রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্প,যে প্রকল্পের মাধ্যমে মহিলাদের প্রতিমাসে আর্থিক সহায়তা করা হয়। সেই প্রকল্পের জন্য নাকি গরীব দুঃখীদের খুব উপকার হয়েছে। তারা জানান,এই আর্থিক সাহায্যের জন্য তারা নাকি ছেলেমেয়েদের পড়াশোনা করাতে পারছেন। এতে তারা এদিন স্থানীয় বিধায়ক বিজয় মালাকারেও প্রশংসা করেন।