ব্রাহ্মণী নদীর দেবগ্রাম ঘাটে কমেছে নদীর জল, তবে এখনো কজওয়ের উপর দিয়ে জল বয়ে যাওয়ায় কজওয়ের দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত করছে যানবাহন। সেই চিত্রই আজ মঙ্গলবার সকাল ৮টা নাগাদ ধরা পড়েছে ক্যামেরায়। গত ২৪ ঘন্টায় নলহাটি তথা নলহাটি সংলগ্ন ঝাড়খন্ড এলাকায় কমেছে বৃষ্টিপাত, যার কারণে জলস্তর কমেছে নলহাটিতে ব্রাহ্মণী নদীর। আজ সকাল ৮টা সময় ব্রাহ্মণী নদীর বৈধরা জলাধর থেকে ছাড়া হয়েছে মাত্র ৬৪৪ কিউসেক জল, যার ফলে অনেকটাই জলস্তর কমেছে নলহাটিতে ব্রাহ্মণী নদীর।