টটগাও বস্তিতে তিস্তার জল ঢুকে ক্ষতিগ্রস্ত হল হাইটেনশন বিদ্যুতের দুটো পোল খুটি। যার ফলে দুর্ঘটনা এড়াতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে। একটি পোল একেবারে আশি শতাংশ বেকে গিয়েছে। আরেকটি ভেঙে গিয়েছে। মঙ্গলবার বিকেল চারটা নাগাদ টটগাওতে গিয়ে দেখা এক কোমর পর্যন্ত তিস্তার জল দাড়িয়ে রয়েছে।তাই বিদ্যুৎ দপ্তরের কর্মিরা সেখানে পৌঁছাতে পারছে না।সেকারনেই অঘটন রুখতে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছে বলে জানা গিয়েছে । এখনো সেখানে ৪২ টি পরিবার আছে।