কালীগঞ্জের পলাশী দেবগ্রাম মাটিয়ারী সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন পূজা মন্ডপে রাত পর্যন্ত দেখা গেল ভক্তদের ভিড়, বুধবার সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শন করলেন কালীগঞ্জের বিদায়িকা আলিফা আহমেদ, মাটিয়ারী বল্লভ পাড়া পলাশীর সহ বিভিন্ন জায়গায় একাধিক পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। রাতের দিকে মিরা এলাকায় দেখা গেল হাসপাতাল পাড়া বারোয়ারি পুজো মন্ডপে জমজমাট ভিড়। হাসপাতাল মাঠের পুজোয় নবমীর রাতে ডিজের তালে মেতে উঠলো কচিকাচা থেকে যুবক যুবতীরা।